তিন খানকে নিয়ে আসছেন আরিয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ এএম আপডেট: ০৮.০৯.২০২৫ ১১:৫১ এএম

বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হতে চলেছে। একসঙ্গে এক ফ্রেমে এবার ধরা দিতে চলেছেন তিন খান-শাহরুখ, সালমান ও আমির, তাও আবার বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের হাত ধরে। গত শনিবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিই যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে-এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? উচ্ছ্বসিত নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে সেই সিরিজের ঝলকে দেখা গিয়েছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন-এ বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকরা।

গত বছর আমির নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছিলেন তিনি। আমিরই বলেছিলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন।’

তিনি আরও বলেন, আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন, ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

জ/উ
তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগ নেই: দীঘি

তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগ নেই: দীঘি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই তৌহিদ আফ্রিদির নামে যেন আগুনে ঘি ঢেলেছে।
ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয় : জয়া আহসান

ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয় : জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তার ভক্ত-অনুরাগীদের। যদিও তার অভিনয়ের
জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার

টেলিভিশনের পরিচিত মুখ আশিস কাপুর এবার বড় এক বিতর্কের মুখে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে
পুজো উদ্বোধনে কোন তারকার কত পারিশ্রমিক?

পুজো উদ্বোধনে কোন তারকার কত পারিশ্রমিক?

দুর্গাপূজার খুব বেশি দিন বাকি নেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বলিউড বাদশাহ   অবিশ্বাস্য মুহূর্ত   শাহরুখ   সালমান   আমির   নেটদুনিয়া   সামাজিক মাধ্যম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft