ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : উপদেষ্টা আদিলুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৪ পিএম

পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, তবে তাদের ষড়যন্ত্র এখনো চলমান বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন ও প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ শনিবার সকাল ৯টায় নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে। তাকে দমন করতে হবে, প্রতিহত করতে হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।’ 

সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘সেই অধিকার আদায়ে সংগ্রাম দমন করে। ফেরেশতার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ আজ মুক্ত হয়েছিল।’ 

বিচার ও সংস্কার প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, ‘বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলমান চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এবং তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে। এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ভিত্তিতে এ সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর।’

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ণ মন্ত্রাণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। 

জ/উ
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত
আকাশে নেই বৃষ্টির ছোঁয়া, গরমে অস্বস্তি রাজধানীতে

আকাশে নেই বৃষ্টির ছোঁয়া, গরমে অস্বস্তি রাজধানীতে

সেপ্টেম্বরের সকাল, দিনের শুরুতেই গরমে অস্বস্তি নিয়ে দিন কাটাচ্ছে নগরবাসী। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায়
অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা

অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা

আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সকাল
রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ - ঢাকা সফরে টিআই চেয়ারম্যান

রাষ্ট্রীয় সংস্কার ‘অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী’ উদ্যোগ - ঢাকা সফরে টিআই চেয়ারম্যান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেছেন, ‘সহিংসতা, সাংবাদিকদের হয়রানি এবং কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ   পরাজিত   ফ্যাসিবাদ   ষড়যন্ত্র   গৃহায়ণ ও গণপূর্ত   শিল্প মন্ত্রণালয়   শহীদ স্মৃতিস্তম্ভ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft