ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ঘিওর উপজেলা নতুন ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাংগাইল জেলার নাগরপুর উপজেলা  চাষাভাদ্রা গ্রামের ময়নাল মন্ডলের ছেলে সুজন মন্ডল (২০) ও একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে। 

রেলওয়ের আকস্মিক সিদ্ধান্তে স্থবির গ্রামীণ জনজীবন, এলাকাবাসীর মানববন্ধন

জানা গেছে, তিনবন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দ্রত গতিতে মোটরসাইকেল যোগে তারা মানিকগঞ্জের দিকে আসার পথে সন্ধ্যা ৬ টার দিকে টাংগাইল -ঘিওর- বরংগাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রীজের মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলসহ তিনজন সড়কের নিরাপত্তা খুঁটি সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষনা করেন।

ঘোড়াঘাটে হিট স্ট্রোকে কৃষক নিহত

গুরুত্বর আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ তদন্ত কোহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মানিকগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত   আহত   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft