হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কাউকে খুঁজতে লাগবে না ফোন নাম্বার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান মেটা। খুব শিগগিরই অ্যাপটির ব্যবহারকারীরা ফোন নম্বর ছাড়াই একে অপরকে খুঁজে বের করতে এবং বার্তা পাঠাতে পারবেন। নতুন এই সুবিধা বর্তমানে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

নতুন ফিচারটিতে প্রতিটি ব্যবহারকারীকে একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে হবে। এই ইউজারনেমে অন্তত একটি বর্ণ থাকতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে সেট করতে হবে, যাতে একই ধরনের নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি বা প্রতারণা করতে না পারে।

এআই চ্যাটবটকে যে তথ্যগুলো কখনোই দেবেন না

চ্যাট ট্যাবের নতুন সার্চ অপশনে গিয়ে ইউজারনেম লিখে খোঁজ করলে, ফোন নম্বর ছাড়াই অন্য ব্যবহারকারীর প্রোফাইল দেখা যাবে। এরপর সরাসরি চ্যাট শুরু করা যাবে। সেই চ্যাটে মিডিয়া, ভয়েস মেসেজ, ডকুমেন্টসহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে এবং সবকিছুই থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষার মধ্যে।

ফিচারটি ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখেছে মেটা। যাতে অচেনা কেউ বিরক্ত না করে, সেজন্য হোয়াটসঅ্যাপে থাকবে ‘ইউজারনেম কী’ নামের একটি ব্যক্তিগত কোডের ব্যবস্থা। কেউ ইউজারনেম খুঁজে পেলেও সেই ‘কী’ ছাড়া প্রথম বার্তা পাঠাতে পারবে না। চাইলে ব্যবহারকারী এই নিরাপত্তা স্তর চালু বা বন্ধ রাখতে পারবেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে হোয়াটসঅ্যাপ নতুন অ্যালগরিদম ব্যবহার করবে, যা স্প্যাম প্রেরণকারী বা নিয়ম ভঙ্গকারীদের শনাক্ত করে ব্লক করবে। 

যে নম্বর থেকে ফোন এলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, কবে থেকে ফিচারটি চালু হবে। বর্তমানে বেটা সংস্করণে ফিচারটি পরীক্ষার শেষ ধাপে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন ইউজারনেম ফিচারটি ঐচ্ছিক। যারা এই ফিচার ব্যবহার করতে চাইবেন না, তারা আগের মতো ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রযুক্তি   হোয়াটসঅ্যাপ   মেটা   অ্যান্ড্রয়েড   ফিচার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft