এবার নতুন গান নিয়ে আসছেন লেডি গাগা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ওয়েনসডে’-এর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্বে যোগ দিতে যাচ্ছেন লেডি গাগা। জেনা অর্টেগার সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগে তিনি সিরিজটির জন্য নিজের নতুন সিঙ্গেল গানের ঘোষণা দিলেন। সিরিজটিতে গাগার চরিত্র সম্পর্কে কোনো ধারণা না দিলেও সম্প্রতি নিউইয়র্ক সিটির গুয়াস্তাভিনো’স-এ স্পটিফাইয়ের আয়োজিত গ্রেভইয়ার্ড গালা ইভেন্টে হাজির হয়ে গাগা ঘোষণা দেন, সিরিজটিতে ব্যবহার করা হবে তাঁর নতুন গান ‘দ্য ডেড ড্যান্স’।  

নেটফ্লিক্সের অফিশিয়াল প্ল্যাটফরম টুডুমের খবরে জানা গেছে, নিউইয়র্ক ইভেন্টে গাগার সারপ্রাইজ এন্ট্রি দর্শকদের উচ্ছ্বসিত করে।

উপস্থিতরা গানটির এক ঝলক শুনতে পান, তবে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ‘ওয়েনসডে’-এর দ্বিতীয় সিজনের বাকি এপিসোডগুলোতে।

এদিন শোয়ের প্রযোজক টিম বার্টন ইভেন্টে লেডি গাগাকে নিয়ে বলেন, তিনি একজন সত্যিকারের শিল্পী, যিনি অভিনয় ও সংগীত—দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। 

ইভেন্টে গাগা জানান, গানটি একটি ব্রেকআপ থেকে অনুপ্রাণিত, তবে এর সুর প্রাণবন্ত ও মজার। তার ভাষায়, ‘এটা সেই মুহূর্তগুলোর কথা বলে, যখন ভালোবাসা মৃত মনে হয়, কিন্তু বন্ধুদের সঙ্গে আবার আনন্দ খুঁজে পাওয়া যায়।’

অন্যদিকে, ‘ওয়েনসডে’ এর দ্বিতীয় সিজনে দেখা যাবে ওয়েনসডে কোমা থেকে জেগে উঠছে, যেখানে টাইলার তাকে জানালা দিয়ে ফেলে দিয়েছিল। তা ছাড়া দর্শকদের প্রিয় চরিত্র প্রিন্সিপাল উইমসকেও ফিরে পাবে।

জানা গেছে, ‘ওয়েনসডে’ এর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব এবং লেডি গাগার নতুন গান ‘দ্য ডেড ড্যান্স’—দুটোই আগামীকাল ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   লেডি গাগা   দ্য ডেড ড্যান্স   The Dead Dance  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft