নালিতাবাড়ীতে তিন ধরে নিখোঁজ কিশোরীর লাশ মিললো কচুরিপানার নিচে
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৫২ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে মাইমুনা (১৩) নামে তিন ধরে নিখোঁজ এক কিশোরীর অর্ধগলিত লাশ মিললো কচুরিপানার নিচে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে ও কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের কোন কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তদন্তে শেষে জানা যাবে।'

পুলিশ জানায়, গত শনিবার দপুরের পর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রোববার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে বাড়ির অদূরে থাকা একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হতে অনুমান করেন স্থানীয়রা। পরে ওই স্থানে গেলে কচুরিপানার ভেতরে মাইমুনার অর্ধগলিত লাশ দেখতে পান তারা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতে ওই লাশ উদ্ধার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   শেরপুর   নিখোঁজ   লাশ উদ্ধার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft