ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঘোড়াঘাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:৫০ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার পৃথক দুইটি অভিযানে উপজেলার ২নং পালশা ইউনিয়নের বাঁশমুড়ি দামপাড়া এলাকার পাকা রাস্তা থেকে ২০০ পিস ট্যাবলেটসহ মাহবুব আলম (৩৮) ও ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছন থেকে ১৬ পিস ট্যাবলেটসহ সাকেরা বেগম (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপরদিকে সাকেরা বেগম উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মকছেদুল ইসলামের স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টায় এসআই (নিরস্ত্র) সাব্বির আলম ও সন্ধ্যা সাড়ে ৭ টায় এসআই (নিরস্ত্র) মনিরুজ্জামানের নেতৃত্বে দুইটি পৃথক অভিযানে মোট ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার ২০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   দিনাজপুর   মাদক   মাদক ব্যবসায়ী   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft