নতুন চমক নিয়ে ফিরছেন তাপসী পান্নু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:০৩ পিএম

বলিউডে তাঁকে বলা হয় পরীক্ষামূলক চরিত্রের রানী। অন্যতম এই অভিনেত্রী তাপসী পান্নু। গত এক দশকে প্রমাণ করেছেন তিনি কেবল গ্ল্যামার নন; বরং অভিনয়ের শক্তিশালী কণ্ঠও। ‘পিঙ্ক’-এ তাঁর দৃঢ় কণ্ঠস্বর, ‘থাপ্পড়’-এ নারীর আত্মমর্যাদার লড়াই, ‘হাসিন দিলরুবা’-তে রহস্যময় চরিত্র কিংবা শাহরুখ খানের বিপরীতে ‘ডঙ্কি’-তে একদম ভিন্ন আঙ্গিক। সব মিলিয়ে তাপসী নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

আর এবার তিনি পা রাখছেন এমন এক জঁনরায়, এমনভাবে তাঁকে দর্শক এখনো দেখেননি। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন মুদাস্সর আজিজের প্রযোজিত ও অমিত রায়ের পরিচালনায় নতুন কমেডি সিনেমা ‘জমানা ক্যা কাহেগা’য়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ছবিতে আরও অভিনয় করবেন ফারদিন খান ও অম্মি বীর্ক। তবে পুরো গল্পের কেন্দ্রে ঘুরবে তাপসীকে ঘিরেই তৈরি হওয়া ঘটনাপ্রবাহ।

আরও জানা গেছে, ছবিটিতে তাপসীর চরিত্র হবে প্রাণবন্ত, বুদ্ধিদীপ্ত এবং ঘটনাকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি। তাপসীর ক্যারিয়ার বরাবরই ছিল ব্যতিক্রমী। কখনও সামাজিক ইস্যুতে সোচ্চার, কখনও পরীক্ষামূলক চরিত্রে ঝুঁকি নেওয়া- তাঁর সাহসী পদক্ষেপগুলো তাঁকে সমসাময়িকদের ভিড়ে আলাদা করেছে।

অন্যদিকে ‘হ্যাপি ভাগ জায়েগি’ বা ‘পতি পত্নী অউর ওহ’-এর মতো ছবি দিয়ে মুদাস্সর আজিজ প্রমাণ করেছেন, তিনি জানেন দর্শককে কীভাবে হাসাতে হয়। এবার প্রযোজকের আসনে বসে তিনি চেয়েছেন তাপসীকে সামনে রেখে গল্প এগিয়ে নিতে।

‘খেল খেল মে’ ছবির সেটে তাপসীর সঙ্গে গল্প শোনানোর সময়ই তিনি বুঝতে পারেন, এই চরিত্রের জন্য উপযুক্ত মুখ কেবল তাপসীই। এরপর তাপসীও রাজি হয়ে যান ছবিতে অভিনয় করতে।

তাঁর মতে, তাপসীর প্রাণবন্ত অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ছবিকে এক ভিন্ন মাত্রা দেবে। গত বছরে মুক্তি পাওয়া ‘খেল খেল মে’ ছবির সেটে আলাপচারিতার সময়ই নাকি তিনি তাপসীকে গল্প শোনান এবং সেখানেই তাপসী রাজি হয়ে যান প্রজেক্টে যোগ দিতে।

এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে চিত্রগ্রাহক অমিত রায়ের। ‘ডঙ্কি’, ‘অ্যানিমাল’, ‘দেবা’র মতো সিনেমায় কাজের পর এবার তিনিই হাল ধরছেন পরিচালকের।

জানা গেছে, ‘জমানা ক্যা কাহেগা’ সিনেমার দৃশ্যধারণ হবে ভারত ও যুক্তরাজ্যে। ইতোমধ্যেই লোকেশন রেকি শেষ করেছেন নির্মাতারা। আসছে সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে, আর সব ঠিক থাকলে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

জ/উ
'ক্ষমতায় আসুক এমন কেউ, যারা সীমিতভাবে চুরি করবে'

'ক্ষমতায় আসুক এমন কেউ, যারা সীমিতভাবে চুরি করবে'

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে
গ্রেফতারের পর যে ভয়ের কথা জানালেন তৌহিদ আফ্রিদি

গ্রেফতারের পর যে ভয়ের কথা জানালেন তৌহিদ আফ্রিদি

বরিশাল থেকে বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার রাতে মহানগরের বাংলাবাজার
মোদির নতুন আতঙ্ক থালাপতি বিজয়

মোদির নতুন আতঙ্ক থালাপতি বিজয়

পর্দার নায়ক থেকে জনতার নায়ক বনে গেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তিনি তার
আইটেম গানে আবারও ঝড় তুললেন নুসরাত

আইটেম গানে আবারও ঝড় তুললেন নুসরাত

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ। এবারের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তাপসী পান্নু   বলিউড   শাহরুখ খান   আত্মমর্যাদা   গ্ল্যামার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft