কালকিনিতে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:১৪ পিএম

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি ৮ বছরের মাদ্রাসা শিক্ষার্থী নাছিমা আক্তারের। তার সন্ধানের দাবিতে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার নিখোঁজ নাছিমাকে ফিরে পেতে সরকার ও প্রশাসনের কাছে আকুল আবেদন জানান।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাশিমপুর গ্রামের নাশির মৃধার মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাছিমা আক্তার গত ১৪ জুন রাতে বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার কোন হৃদিস মিলেনি। পরে সন্ধান না পেয়ে নাছিমার নানী আইমুন নেছা কালকিনি থানায় একটি সাধারন ডায়রী করেন। তবে নিখোঁজের ৭০ দিন পার হয়ে গেলেও নাছিমার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ।

নিখোঁজ নাছিমার নানা হারুন বেপারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, "আমার নাতি ৭০ দিন ধরে নিখোঁজ রয়েছে। কোন প্রশাসন আমার নাতির কোন সন্ধান দিতে পারলো না। আমরা সরকার ও প্রশাসনের কাছে আমার নাতির সন্ধান চাই।"

নিখোঁজ নাছিমার নানী আইমুন নেছা আহাজারী করে বলেন, "মাদারীপুর ও কালকিনি থানার সকল প্রশাসনের কাছে আমাগো জোর দাবি নাছিমাকে খুঁজে বের করে দেন। আমাদের পরিবারে ঘুম ও খাওয়া-দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে নাছিমাকে না পেয়ে। জীবিত হোক বা মৃত হোক আমরা নাছিমার সন্ধান চাই।"

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ(ওসি)কে এম সোহেল রানা জানান,"নিখোঁজ নাছিমাকে উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি র‍্যাবের সদস্যরাও নিখোঁজের সন্ধানে কাজ করছে।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নিখোঁজ   মাদ্রাসাছাত্রী   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft