বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

মোহাম্মাদপুরে বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৬:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম (৩২), শাহাদাত (২৩), নিদার হাসান (১৭), ফাহাদ (১৬), আলাভী আনাম (১৬), সাজ্জাদুর রহমান রবিন (৩০), রেজাউল (৪০), রাসেল (২২), কাদের (৩২), সাব্বির (২৩), জামাল (২৭), রবিন (২৩) ও আলমগীর (৩৮)।

গতকাল শুক্রবার (২০ জুন) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার (২১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুরের এডিসি জুয়েল রানা।

তিনি জানান, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন, ওয়ারেন্টভু্ক্ত ৬ জন, দস্যুতার মামলায় ৩ জন, চুরি ও অন্য মামলায় ২ জন রয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি ২৩ ইঞ্চি সামুরাই, লোহার ছোরা ও একটি ইঞ্চি চাপাতি উদ্ধার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft