প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভবনে নির্মাণ কাজ করার সময় নিচে পড়ে আলা উদ্দিন(৩২)নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বসুরহাট পৌরসভার হাসপাতাল গেইট এলাকার নাহার টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলা উদ্দিন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর গাজীরবাগ বড় বাড়ীর মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভবনটির ৫ম তলায় নির্মাণ কাজ করার নিচে পড়ে যান আলা উদ্দিন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আলা উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বলেন, ভবনে কাজ করার সময়ে ওপর থেকে পড়ে গিয়ে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।