বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

কঠিন রোগে ভুগছেন মিমি চক্রবর্তী
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলাদেশের সিনেমায়ও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সবশেষ রায়হান রাফীর ‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। এরপর আর নতুন কোনো প্রোজেক্টের খবর নেই মিমের। 

তবে এবার জানা গেল কঠিন রোগে ভুগছেন তিনি।

মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন সবসময়। নিজের যে কোনও নতুন কাজের খবর ভক্তদের এখানেই আগে জানিয়ে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী জানান, তিনি বহুদিন ধরেই মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন। পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীরচর্চার মুহূর্ত তেমনি ছিল ফলমূল, বাহারি খাবার, এমনকি সূর্যমুখী ফুলের ছবি।

তবে অনেকগুলো ছবির মধ্যে একটি ছবি নজর কারে সবার। ছবিতে দেখা যায় মিমির চোখের ওপর আইস প্যাক রাখা। ছবির ওপরে লেখা, ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ মিমি এর আগেও জানিয়েছেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গত বছর এক পোস্টে লেখেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’

এই অসুস্থতার জন্য মিমি তার জীবন নিয়ম মেনে পরিচালনা কেরে থাকেন। খুব একটা টলিপাড়ার পার্টিতেও জান না। কাজের ফাঁকে তিনি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই ‘রক্তবীজ ২’-এর শুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft