বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

বিয়ে করলেন অভিনেত্রী মারিয়া মিম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনপ্রবাসী মডেল-অভিনেত্রী মারিয়া মিম আবারও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। বিচ্ছেদের ছয় বছর পর তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং সামনে বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন মারিয়া, যেখানে তিনি প্রেমিকের পরিচয় না দিয়েও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন। ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। মারিয়া জানান, হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, একজন সাধারণ মানুষ। আমরা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছি।

মারিয়া মিম ও সিদ্দিকুর রহমানের বিয়ে হয়েছিল ২০১২ সালে। তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরশ হোসেন। তবে ২০১৮ সালের দিকে মারিয়ার শোবিজে কাজ করার আগ্রহ থেকেই শুরু হয় দাম্পত্যে টানাপোড়েন, যা ২০১৯ সালে গিয়ে বিবাহ বিচ্ছেদে গড়ায়।

সাবেক স্বামী সিদ্দিককে নিয়ে প্রশ্ন করা হলে মারিয়া বেশ কঠোর প্রতিক্রিয়া জানান। তার ভাষায়, সিদ্দিক এখন আমার প্রাক্তন, তিনি পর-পুরুষ। ডিভোর্সের পর তার সঙ্গে দেখা করাও পাপ। তাই দয়া করে আমাকে আর তার সঙ্গে জড়াবেন না।

এদিকে, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ অশ্লীলতার অভিযোগ তুলে যেসব তারকাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, সেই তালিকায় রয়েছে মারিয়া মিমের নামও। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেই আইনজীবী শুধু ভাইরাল হতে চায়, অন্য কিছু নয়। আমি চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি।

বর্তমানে মারিয়া মিম স্পেনে অবস্থান করছেন এবং অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft