বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

দেবীগঞ্জে ন্যায্যমূল্যে ধান-চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা খাদ্য বিভাগ কর্তৃক অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। আজ শনিবার দুপুর ১টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। 

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এই কার্যক্রমের মাধ্যমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান ও চাল সংগ্রহ করবে। ধান সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা এবং চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে প্রতিজন কৃষক একসাথে সর্বনিম্ন ৩ টন ধান বিক্রয় করতে পারবে। এতে সাধারণ কৃষকরা ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে পেরে লাভবান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ স্থানীয় কৃষক ও মিল মালিকবৃন্দ।

এলএসডি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার জানান, এবছর দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বোরো ধান ৭৩০ মেট্রিক টন এবং চাল ২ হাজার ৪৫১ মেট্রিক টন।  

দেবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস বলেন, খাদ্য বিভাগের আওতায় পরিচালিত এই উদ্যোগে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহ নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft