শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

ঈশ্বরগঞ্জে এক রাতে কৃষকের ৮ গরু চুরি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫, ৯:২১ অপরাহ্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে তিন কৃষকের ৮টি গরু চুরি হয়েছে। গভীর রাতে তালা কেটে ওই গরু গুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। 

আজ বুধবার (১৪ মে) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার কৃষক আবু সাঈদ ভূঁইয়া আব্দুল তার সহোদর ভাই কাসেম ভূঁইয়া ও তাদের চাচাতো ভাই আব্দুল লতিফ ভূঁইয়া। প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় রয়েছে ২ টি, গাভী ৪টি ও ২ টি বাছুর রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। 

এদিকে, একই বাড়ি থেকে একরাতে এতগুলো গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে আতংক বিরাজ করছে। 

গরুর মালিক আবু সাঈদ ভূইয়া বলেন, রাতে গোয়াল ঘরে গরু বেঁধে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি ঘরে গরু নেই।

ক্ষতিগ্রস্ত অপর কৃষক কাসেম ভূঁইয়া বলেন, আমার শেষ সম্বল ছিল তিনটি গরু। এক রাতে তিনটি গরু চুরি হয়ে গেল। আমার সমস্ত সম্বল নিমিষেই নাই হয়ে গেল। 

উল্লেখ্য, চার বছর আগে আব্দুল লতিফ ভূঁইয়ার একই গোয়াল থেকে ২টি ষাঁড় গরু ও ২টি ছাগল ও পার্শ্ববর্তী বাড়ির আব্দুল মতিনের ১টি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছিলো। 

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft