শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

নেত্রকোনায় নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

নেত্রকোনার মোহনগঞ্জে নারী ও সমাজবিরোধী সুপারিশ বাতিলের দাবিতে নারী কমিশনের বিরোধিতায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার নগর মাদানিয়া বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ মাদানি ছাত্রী কাফলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নেত্রকোনা অঞ্চল মহিলা জমিয়তের আহ্বায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদ্রাসার ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার ও তায়্যিবা জান্নাত।

বক্তারা বলেন, নারীর মর্যাদা ও সমাজের শালীনতা রক্ষায় বিতর্কিত নারী কমিশনের সুপারিশ অবিলম্বে বাতিল করতে হবে। বক্তারা অভিযোগ করেন, কমিশনের কয়েকটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী।

সচেতন মুসলিম নারী সমাজের সভানেত্রী বেগম শরীফা আমীন বলেন, “নারীকে 'পেশাদার যৌনকর্মী' হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করে কমিশন দেশের ধর্মপ্রাণ নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। এ ধরনের প্রস্তাব একধরনের পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। এসব প্রস্তাব যারা দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের দাবির প্রতি সংহতি জানিয়ে প্রধান উপদেষ্টা  ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছি।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী। তিনি বলেন, “ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ৯০ ভাগ মুসলমান নারীর মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে কোনো কমিশনের সুপারিশ গ্রহণযোগ্য নয়।”

এ সময় বক্তারা বিতর্কিত সুপারিশগুলো জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft