শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিনচালিত লাটা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উল্যা-কোলা সড়কের দীঘির পাড় মাদরাসার পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু খাঁ নাটোপাড়া গ্রামের বাসিন্দা এবং লোকমান খাঁর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলু খাঁ কোলা বাজার থেকে মোটরসাইকেলে করে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দীঘির পাড় মাদরাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান এবং সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোলা ক্যাম্পের ইনচার্জ লিটন হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft