শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

নালিতাবাড়ীতে ৮ বস্তা ভারতীয় জিরা ও ২৭ পিস ইয়াবাসহ আটক ৩
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ২৭ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ও মঙ্গলবার রাতে এসব অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ।

গতকাল বুধবার বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে‌।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার বরুয়াজানী এলাকার কাকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে অভিযান চালিয়ে ভারতীয় ৮ বস্তায় ২৪০ কেজি জিরাসহ সোহেল রানা (২২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত সোহেল রানা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গিলাবই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন চোরাকারবারি পালিয়ে যায়।

অন্যদিকে মঙ্গলবার রাতে শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় ভোগাই নদীর পাড়ে অভিযান চালিয়ে আল মুক্তাদির মুবিন (২৪) ও আল রিসান (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের তল্লাশি করে ২৭ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৮ হাজার ১০০ টাকা। আটককৃত মুবিন পৌর শহরের উত্তর বাজারের শাহাদত হোসেনের ও আল রিসান পশ্চিম রানীগাও এলাকার আনোয়ারুল মঞ্জিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উভয় ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft