প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৮ তম প্রয়ান দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় একদিন ব্যাপী ১৩ তম সুকান্ত মেলা- ২০২৫ উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে সুকান্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এর আগে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট গোপালগঞ্জ মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উক্ত মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে নিয়ে মেলা প্রান্তর ঘুরে দেখেন। বিগত বছর গুলোর তুলনায় এবারের সুকান্ত মেলা নির্ধারিত সময় থেকে পিছিয়ে তিন দিনের পরিবর্তে একদিন করায় ক্ষোভ জানিয়েছেন অসংখ্য সুকান্ত প্রেমী সহ স্থানীয় জনতা।
উপজেলা নির্বাহী অফিসার মইনুল হকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল (উপ সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম কবির।
এ সময়- এডিএম এস. এম তারেক সুলতান, সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রন্ট্রি পোদ্দার, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাজাহান সিরাজ, প্রকৌশলী শফিউল আজম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, ইউপি চেয়ারম্যান- রাফেজা বেগম, আমিনুজ্জামান খান মিলন, সদস্য- সেন্টু শেখ, সেলিম মিয়া, প্রভাষক প্রিন্স আহমেদ, শিক্ষক ইদ্রিসুর রহমানসহ জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, সদস্য, রোভার স্কাউট, শিক্ষক শিক্ষার্থী ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে আয়োজন কারা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।