বৃহস্পতিবার ১ মে ২০২৫ ১৮ বৈশাখ ১৪৩২
 

রাজবাড়ীতে হেরোইনসহ ২ যুবক আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০( ত্রিশ)পুরিয়া এবং ২১(একুশ) পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকরা হলেন,রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পূর্বতেনা পঁচা আশ্রয়ন প্রকল্প গ্রামের মো. হবি মোল্লা ও মাতা: মাজেদা খাতুনের ছেলে মোহাম্মদ মজনু মোল্লা (৪৫),অপর আরেক কারবারি হলো: রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পৌর ৯ নং ওয়ার্ড সাকের ফকির পাড়া গ্রামের মৃত সাহেব আলী ফকিরের ছেলে মোহাম্মদ জয়নাল ফকির (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ২২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা রাত ৭:৩০ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন নৌ পুলিশ ক্যাম্পের পেছনের গলি পাকা রাস্তার উপর হইতে মো. মজনু মোল্লাকে পুরিয়া এবং ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ৩:২৫ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. রুস্তম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সাকিনস্হ দৌলতদিয়া বাজার চেয়ারম্যানের গলি আরিফুল ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২১ (একুশ) পুরিয়া উপরোক্ত আলামতসহ তাঁদেরকে আটক করা হয়।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft