শুক্রবার ২ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
 

বিরামপুরে ওয়াকিটকি ও সেনাবাহিনীর আইডি কার্ডসহ একজন আটক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

দিনাজপুরের বিরামপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শান্তিমোড় এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওঁত পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম আব্দুল কাদের ওরফে রোমান। সে উপজেলার কসবা সাগরপুর গ্রামের মৃত. রফিতুল্লাহ মন্ডলের ছেলে। তাঁর দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল বলে জানিয়েছে।

থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান জানান, উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে আটককৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে বিরামপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ করে প্রতারণা সংক্রান্ত মামলায় তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft