মঙ্গলবার ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
 

তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিশু শ্রেণীর শিক্ষার্থী নুরাইয়া খাতুন (৭)। আর বাড়ি পৌঁছানোর আগেই ধান বোঝাই বেপরোয়া গতির একটি অটো রিকশার ধাক্কায় ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের নওগা জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো.ফিরোজ হোসেনের বড় মেয়ে ও নওগাঁ শরিফাবাদ কেজি স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান।

স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে নুরাইয়া শরিফাবাদ কেজি স্কুল ছুটির পর স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথি মধ্যে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে সড়ক পার হওয়ার সময় একটি ধান বোঝাই বেপরোয়া গতির অটো রিকশার ধাক্কায় ঘটনা স্থলেই নুরাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, নিহত শিশুর পরিবারের সড়স্যদের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft