শুক্রবার ২ মে ২০২৫ ১৯ বৈশাখ ১৪৩২
 

গাইবান্ধা হাসপাতালের অনিয়ম-দূনীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

গাইবান্ধা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ঔষধ, যন্ত্রপাতি সাপ্লাই, ডাক্তার, নার্স নিয়োগসহ চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং ঘুস-দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত এ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের জেলা আহবায়ক, জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব হাসান মোর্শেদ দিপন, এ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, এ্যাড. ফারুফ কবির, এ্যাড.  মোহাম্মদ আলী, মানবাধিকার কর্মী সেলিনা আক্তার সোমা, নাজমা বেগম, সাজিদা পারভিন রুনু, শহিদুল ইসলাম, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, শিক্ষার্থী আফজাল সিরাজ, পার্থ সারথি, সন্ধান বর্মণ। 

বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের দরপত্র জালিয়াতি, ঔষধ ও এমএসআর ক্রয়ে ঘুষ-দুর্নীতি, নিম্নমানের খাদ্য সরবরাহ, ডায়রিয়াসহ সকল ইউনিটে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, এক্স-রেসহ সকল যন্ত্রপাতি অচল করে হাসপাতালের বাইরে রোগিদের পরীক্ষা-নীরিক্ষাসহ সকল দুর্নীতির সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। 

বক্তরা আরও বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের ত্বত্তাবধায়কের বিরুদ্ধে ঔষধ ও এমএসআর ক্রয়ে শাহাদৎ হোসেন খন্দকার নামে এক ঠিকাদারের কাছ থেকে চেকের মাধ্যমে ব্যাংক একাউন্টে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার প্রমান মিলেছে। ইসলামি ব্যাংক বাংলাদেশ গাইবান্ধা শাখা থেকে এই টাকা সিরাজগঞ্জের সোনালী ব্যাংক পিএলসি সোহাগপুর ব্রাঞ্চের মাধ্যমে কালেকশন করেন ত্বত্তাবধায়ক মো: মাহবুব হোসেন। 

বক্তারা ত্বত্তাবধায়কের অপসারণসহ ঘুষ কেলেংকারির দ্রুত বিচার দাবি করেন। ঔষধ ও এমএসআর ক্রয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শাসনামল থেকেই এই শাহাদৎ হোসেন খন্দকার গাইবান্ধা জেনারেল হাসপাতালের দরপত্র জালিয়াতি চক্রের মুলহোতা বলেই জানেন গাইবান্ধার জনসাধারণ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাইবন্ধা   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft