বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ৩১ বৈশাখ ১৪৩২
 

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ শুনানি ২৩ এপ্রিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। 

রোববার (২০ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। 

এর আগে, আজ রোববার (১৩ এপ্রিল) রাতে মাগুরা সদর থানা পুলিশ মামলার চার্জশিট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে দাখিল করে। এতে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, তদন্তে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। মামলার প্রধান আসামি হিটু শেখ; যিনি শিশুটির বোনের শ্বশুর। ঘটনার রাতে তিনিই শিশুটিকে ধর্ষণ করে হত্যাচেষ্টা করেন বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।

অন্য তিন আসামি হলেন- সজিব শেখ (শিশুটির বোন জামাই), রাতুল শেখ (সজিবের ভাই), এবং জাহেদা বেগম (শিশুটির বোনের শাশুড়ি)।

তাদের মধ্যে সজিব ও রাতুলের বিরুদ্ধে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। আর জাহেদা বেগমের বিরুদ্ধে অভিযোগ তিনি ঘটনার তথ্য গোপন করেছেন।

উল্লেখ্য, গত ১ মার্চ আছিয়া বেড়াতে আসে তার বোনের শ্বশুরবাড়িতে, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে। ৫ মার্চ রাতে হিটু শেখ শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় এবং শ্বাসরোধে হত্যাচেষ্টা করে। পরদিন শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় ছোট্ট আছিয়া।

৮ মার্চ, শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। এই নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র ও টেলিভিশনে শিশু আছিয়ার জন্য বিচারের দাবিতে প্রতিবাদ জানানো হয়।

চার্জশিটের পর মামলাটি এখন বিচারিক পর্যায়ে প্রবেশ করেছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft