শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
 

২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

দেশের ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য সুখবর দিলেন স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানের নির্বাহী দোজা এলান। জানালেন দুই বছর পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট। ২০২২ সালের পর এ উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে।

দোজা জানান, এটি তাদের জনপ্রিয় একটি ইভেন্ট। যা কারণবশত দুই বছর আয়োজন করা হয়নি। এবার আবারও এটি আয়োজন করা হচ্ছে। যার প্রস্ততি এরই মধ্যে শুরু হয়েছে। শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ড দলগুলো অংশ নেবে।

এর আগে সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে। দুই দিনের সেই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের ৩২টি ব্যান্ড।

কনসার্টের প্রথমদিন স্টেজ মাতায় আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ।

কনসার্টের দ্বিতীয় দিন মঞ্চ মাতায় আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft