প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো, রাজবাড়ী জেলা রাজবাড়ী থানার সিলিমপুর গ্রামের মো.আতোয়ার হোসেন এর ছেলে মো. নাজমুল হোসেন আকাশ (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ১৩ই মে রাত ১০:৩০ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়া সাকিনস্হ বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর হইতে নাজমুল হোসেন আকাশ (২৬) নামে ১ জনকে উপরোক্ত আলামত সহ আটক করে থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলার রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।