শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

রাণীশংকৈলে কবরস্থানের গেট ভেঙে ট্রাক্টর চালকের মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও বি আর বি ইট ভাটা সংলগ্ন পাঁচপীর গোরস্থানের মেইন গেট ভেঙে হযরত আলী (৩০) নামে এক মাটিবাহী ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত হযরত আলী উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও বি আর বি ইট ভাটা সংলগ্ন পাঁচপীর গোরস্থান উঁচু করার জন্য মাটি ভরাটের কাজ চলছিল। ট্রাক্টর চালক হযরত আলী সকাল থেকেই গোরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি গোরস্থানের মেইন গেটের ছাঁদের সাথে ধাক্কা লাগলে ছাঁদ ভেঙে ট্রাক্টরের উপর চাপা পড়ে। এতে চালক হজরত আলী চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft