প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্রসহ মোঃ ইমাম উদ্দিন (৫৫) কে আটক করেছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তারুয়া এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত মোঃ ইমাম উদ্দিন উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের বাসিন্দা এবং ঐ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আজ রোববার (১১ মে) সকালে র্যাব-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে The arms Act 1878 এর 19/A ধারায় মামলা রুজু করে আসামী ও জব্দকৃত মালামাল আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। যে কোনো অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।