বৃহস্পতিবার ৮ মে ২০২৫ ২৪ বৈশাখ ১৪৩২
 

আবুধাবিতে কনসার্ট মাতাবেন জেনিফার লোপেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গান, অভিনয় অথবা কনসার্ট নিয়ে অনেকদিন ধরে নেই খবরের শিরোনামে। তবে এবার জানা গেল এ বছরের জুলাই মাসে আবুধাবিতে কনসার্ট করবেন তিনি।

আবুধাবি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর। শহরটি আবুধাবি সেন্ট্রাল ক্যাপিটাল ডিস্ট্রিক্টের আসন, আবুধাবি আমিরাতের রাজধানী শহর এবং দুবাইয়ের পরে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর। শহরটি একটি টি-আকৃতির দ্বীপে অবস্থিত। সেখানে ২৯ জুলাই, ইতিহাদ অ্যারেনার ইয়াস আইল্যান্ডে পারফর্ম করবেন জেনিফার। যাতে থাকবে চোখ ধাঁধানো আতশবাজির খেলাও।

এটি হবে মধ্যপ্রাচ্যে জেনিফারের একমাত্র শো। যার টিকিট এরই মধ্যে অনলাইনে ছাড়া হয়েছে। এই কনসার্টের সর্বোচ্চ টিকিট মূল্য রাখা হয়েছে ১ হাজার ৯৫ দেরহাম।

এদিকে মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ২০২৪ সালে এক মাস আগে ঘোষণা দেওয়ার পরও সাতটি কনসার্ট বাতিল করা হয়। টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারের বরাতে খবরটি নিশ্চিত করে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। এরপর থেকে সেভাবে কনসার্ট করা হয়নি তার। তবে এরই মধ্যে আরও একটি স্টেজ শোয়ের খবর পাওয়া গেছে জেনিফারের। জানা গেছে, আবুধাবি কনসার্টের আগে ৬ জুন ওয়াশিংটনে গান গাইবেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft