সোমবার ৫ মে ২০২৫ ২১ বৈশাখ ১৪৩২
 

‘আমি ব্যক্তিগত বা প্রেমের জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

খুব শিগগির প্রেক্ষাগৃহে পালক তিওয়ারিকে দেখা যাবে ‘ভুতনি’ সিনেমার মাধ্যমে। চলচ্চিত্রের পাশাপাশি পালক প্রায়ই খবরের শিরোনামে আসেন সাইফপুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের কারণে। যদিও এ তরুণ জুটি আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে তাদের প্রায়ই একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান ও আড্ডায়। কেন প্রেমের বিষয়টি আড়াল করেন এবার সে বিষয়েই মুখ খুললেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পালক এ বিষয়ে বলেন, ‘আমি ব্যক্তিগত বা প্রেমের জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। ক্যারিয়ারের এ পর্যায়ে আমি চাই না আমার সম্পর্কটি খবরের মূল বিষয় হোক বা আলোচনার কেন্দ্রে চলে আসুক।’ অভিনেত্রী ইব্রাহিমের নাম না নিয়ে আরও বলেন, ‘আমি এমন কোনো বিষয়ে মানুষের মতামত শুনতে পছন্দ করি না, যেটাতে আমি আগ্রহী নই। যদি আমি কোনো সম্পর্কে থাকি, তবে অবশ্যই সেটা আমার একান্ত বিষয়। আমি চাই না কেউ সেটা নিয়ে মতামত দিক, আমি নিজেও সেসব পড়তে চাই না। সে কারণেই আমি এগুলো ব্যক্তিগত রাখি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft