শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৪ বৈশাখ ১৪৩২
 

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

নেত্রকোণার পূর্বধলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের খলিশাউড় বনপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রামপুরা গ্রামের আঃ সালাম এর ছেলে পিক-আপ ভ্যানের ড্রাইভার মোঃ রাসেল মিয়া (২০) এবং একই উপজেলার নাজিরপুর গ্রামের মৃত সাত্তার এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা হতে ছেড়ে আসা মালামাল বোঝাই একটি নীল পিকআপ (ঢাকা মোট্রো ন-১২-৯৮৯৮) শ্যামগঞ্জ-বিরিশিরি গামী মহাসড়কে উপজেলার ৯ নং খলিশাউর ইউনিয়ন বনপাড়া নামক স্থানে পিকআপের গতি নিয়ন্ত্রণ হারিয়ে জিগার গাছের সাথে ধাক্কা লেগে পিকআপের সামনে অংশটুকু জিগার গাছের সাথে আটকে যায়। এতে পিকআপের ভিতরে থাকা ডাইভার এবং একজন যাত্রী আটকে পড়ে। পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা দুর্ঘটনার আওয়াজ শুনতে পায়। পরে দ্রুত ছুটে গিয়ে মুসলিরা ও স্থানীয়রা দুজনকে আটকা পড়া দেখে অনেক চেষ্টা করে বের করার জন্য। কিন্তু গাড়ীর সামনে অংশ গাছের সাথে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়ায় আটকে যাওয়ার তারা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও থানায় ফোন করে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার ২ ঘন্টার চেস্টার দুইজনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুইজনের অবস্থা গুরুতর দেখে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে দুজনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যানে চালকসহ মোট ৪ জন ছিলেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহত দুজনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। পুলিশ ঘটনাস্থলে  উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নেত্রকোনা   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft