শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৪ বৈশাখ ১৪৩২
 

নাটোরের লালপুরে বিলুপ্তপ্রায় মেছোবাঘ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নর পার্শ্ববর্তী গ্রামের শ্মশান ঘাট এলাকার চাত্রার বিল নামক স্থানে পুকুরপাড়ের স্যালো মেশিন ঘরে এলাকায় ওই মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় যুবক আনোয়ারুল ইসলাম পিতা নুর ইসলাম। 

গতকাল মঙ্গলবার বিকেলে নাটরের লালপুর থেকে বাঘটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায় দুর্গাপুর চাত্রার শ্মশান ঘাট এলাকা শ্যালঘর থেকে আনোয়ারুল ইসলাম ( ৪২) পিতা নুর ইসলাম চাত্রার মাঠ থেকে একটি বাঘ দেখতে পায় সেখান থেকে সাফল দিয়ে তাকে আঘাত করে স্থানীয়দের সঙ্গে নিয়ে জাল দিয়ে মেছো বাঘটি আটক করে মেছো বাঘের বাচ্চাটিকে খাঁচাবন্দী অবস্থায় রেখেছে। আটকের সময় মেছো বাঘের আঘাতে যবুক আহত হন। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান (ইউএনও) জানিয়েছেন, বিভাগীয়, বন্যপ্রাণী বাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক কে মুঠোফোন জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

অপরদিকে বিভাগীয় বন্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির বন্যপ্রাণী পরিদর্শক জানান, এটি ছোট বাগডাশ (ভারতীয় সিভেট)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft