শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৪ বৈশাখ ১৪৩২
 

বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রাউতোলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

বলিউডের অন্যতম আলোচিত নাম উর্বশী রাউতেলা। বি-টাউনের গ্ল্যামারের বাইরে তাকে নিয়ে যেন বিতর্ক লেগেই আছে। যা কিছুতেই তার পিছু ছাড়ছে না। কোনো কিছু নিয়ে মন্তব্য করলেই শিকার হচ্ছেন কটাক্ষের। সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে আবারও তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়া ভারতীয় এক সাংবাদিক উর্বশীর সৌন্দর্যের রহস্য নিয়ে তার কাছে জানতে চাচ্ছে। এরপর তার উত্তরে তিনি বলেন, ‘আমি ভারতের উত্তরাখণ্ডের মেয়ে। যেখানকার নারীরা অনেক সুন্দর হয়। আমার দাদির বয়স এখন নব্বই এখনো তার মুখের ত্বক তরুণীদের মতো। আসলে মানুষের জিনের উপরে অনেক কিছু নির্ভর করে। তেমনই আমার এই সৌন্দর্য ন্যাচারাল। এর মধ্যে কৃত্রিম কিছু নেই।’

তার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই তাকে নিয়ে শুরু হয় কটাক্ষ। ভিডিও নিচে একজনকে লিখতে দেখা যায়, ‘আপনি সব সময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কী ভাবে!’, আর একজন লিখেন ‘আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।’

এর আগে উর্বশী দক্ষিণের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণার সঙ্গে নেচে সমালোচনার শিকার হয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft