সোমবার ৫ মে ২০২৫ ২২ বৈশাখ ১৪৩২
 

ইরানে ৮ পাকিস্তানিকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) পাকিস্তানের আটজন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

ইরানি কর্তৃপক্ষ পাকিস্তানের নাগরিকদের হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শনিবার মেহারিস্তান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

ইরানি কর্মকর্তারা বলেছেন, হত্যাকাণ্ডের শিকার আটজন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং, পলিশ, রঙ এবং মেরামত করতেন। 

রিপোর্টে বলা হয়েছে, রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানের নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।   

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ইরানি পুলিশ। তারা লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেছে। নিহত আটজনের মধ্যে পাঁচ জনের পরিচয় জানিয়েছে ইরান। তারা হলেন, দিলশাদ, তার ছেলে মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ এবং নাসির।  

নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মির (বিএনএ) এক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় দাবি করেছেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft