শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪ আশ্বিন ১৪৩২
 

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (৪ মে) সন্ধ্যায় এ হামলা হয় জানিয়ে এনসিপির একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। ’ 

কমেন্টবক্সে ঘটনাস্থলের লোকেশন দেন সারজিস। গাজীপুর চৌরাস্তার কাছাকাছি সড়ক দেখানো হয়েছে ম্যাপে।

অন্য আরেকটি পোস্টে কয়েকটি ছবি আপলোড করেছেন সারজিস। যেখানে কাচ ভাঙা গাড়ি ও হাসনাতের রক্তাক্ত হাত দেখা গেছে।

ক্যাপশনে এনসিপির এ নেতা লিখেছেন, হাসনাত যে গাড়িতে আসছিলেন। কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছে।

হাসনাতের গাড়িতে হামলা হয়েছে বলে তথ্য দিয়েছেন এনসিপির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি লেখেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। ’

কী কারণে গাজীপুরে গিয়েছিলেন হাসনাত ও কারা তার গাড়িতে হামলা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft