প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:১২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে গাজায় গণহত্যা বন্ধের দাবীতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তরা অবিলম্বে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ ও মুসলিম রাষ্ট্র সমূহের সংগঠন ওআইসিকে হস্তক্ষেপ করতে দাবী জানান।
তারা আরও বলেন, ইসরায়েলকে শাস্তি দিতে পৃথিবীর প্রত্যেক বিবেকমান মানুষকে ইসরায়েলের মালিকানাধীন সকল পণ্য বয়কটের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন মুন্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রদল নেতা রাশেদ আহমেদ, সিনিয়র ছাত্রদল নেতা সেলিম আহমেদ,
এছাড়াও উপস্থিত ছিলেন- পৌর ছাত্রদলের সদস্য রিমন আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য পায়েল আহমেদ, ছাত্রদল নেতা মোক্তাদির হোসেন প্রমুখ।