প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের চলমান বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় নেতাকর্মীরা ইসরাইলি ও মার্কিন পণ্য বয়কটের আহ্বান জানান।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় পায়রা চত্বরে।
বিক্ষোভে অংশ নেয়া কয়েকশ নেতাকর্মী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড ধরে ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
পায়রা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এবং সাংগঠনিক সম্পাদক বখতিয়ার রহমান।
বক্তারা বলেন, “ইসরাইল ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্ব বিবেক নীরব। মুসলিম বিশ্বও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।” তারা বলেন, “প্রতিবাদের ভাষা হতে হবে শান্তিপূর্ণ ও কার্যকর। আমাদের এখন প্রয়োজন ইসরাইলি ও মার্কিন পণ্য বর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন ও সাহেদ হোসেন, কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান এবং সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসাইন প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানান নেতারা।