শনিবার ১২ এপ্রিল ২০২৫ ২৯ চৈত্র ১৪৩১
 

শিরোপার অপেক্ষা বাড়লো বার্সেলোনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

লা লিগার শিরোপা দৌড়ে বড় হোঁচট খেলো বার্সেলোনা। পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে তারা। গতকাল শনিবার নিজেদের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে শুরুতে গাভির গোলে এগিয়ে গেলেও, বেটিসের ডিফেন্ডার নাতান সেই গোল শোধ করে দেন।

এই ড্রয়ের ফলে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৭, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ বেশি। এর আগে শনিবারই রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে বসে। অন্যদিকে, এই ড্রয়ে বেটিস ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে।

রিয়ালের হারের খবরে আরও উদ্দীপ্ত হয়ে বার্সা মাঠে নামে এবং ম্যাচের সপ্তম মিনিটেই ফেরান তোরেসের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গাভি কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

তবে ১৭তম মিনিটে জিওভান্নি লো সেলসোর কর্নার থেকে নাতান মাথা ছুঁইয়ে গোল করে সমতা ফেরান, যেখানে তিনি রোনাল্ড আরাউহোর চেয়ে উঁচুতে উঠে দারুণ হেডে বল জালে পাঠান।

ম্যাচজুড়ে আধিপত্য করলেও বার্সেলোনা আর গোলের মুখ দেখতে পারেনি। ৩৮ বছর বয়সী বেটিস গোলরক্ষক আদ্রিয়ান দুর্দান্ত পারফর্ম করে স্বাগতিকদের হতাশ করেন বারবার।

গোল হওয়ার আগেই তিনি পেদ্রির নেওয়া একটি শট রক্ষা করেন, যদিও গাভির গোল ঠেকাতে পারেননি। এরপরও আদ্রিয়ান একের পর এক সেভ করতে থাকেন। ৩৮তম মিনিটে লামিন ইয়ামালের বাঁকানো শট এক হাতে ঠেকিয়ে দেন, যা ছিল চোখ ধাঁধানো।

দ্বিতীয়ার্ধে কোচ হান্সি ফ্লিক রাফিনহাকে মাঠে নামান এবং বার্সা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭৫ শতাংশেরও বেশি বল দখলে রেখেও তারা একাধিক সুযোগ নষ্ট করে।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ধারাবাহিকভাবে বেটিস রক্ষণকে চাপে রাখেন, তবে তার একটি বাঁকানো শট লক্ষ্যে রাখতে পারেননি।

আদ্রিয়ান এরপর আরও দুইটি দুর্দান্ত সেভ করেন। ৫৫তম মিনিটে জুলস কুন্দের শট এবং ৮৫তম মিনিটে ফারমিন লোপেজের প্রচেষ্টা রুখে দেন তিনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft