বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ ২০ চৈত্র ১৪৩১
 

দেবীগঞ্জে গনহত্যার জীবন্ত স্বাক্ষী যুদ্ধাহত কলিন্দ্রনাথকে সম্মাননা প্রদান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে গনহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার(২৫ মার্চ) দুপুরে দেবীগঞ্জ পৌরসদরের ১ নং ওয়ার্ডের পারঘাট এলাকার বধ্যভূমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাত্তরের বর্বোচরিত গনহত্যার জীবন্ত স্বাক্ষী এবং গনহত্যা থেকে বেঁচে যাওয়া যুদ্ধাহত শতবর্ষী কলিন্দ্রনাথকে বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোয়েল রানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২ জুন পারঘাট বধ্যভূমির পাশে করতোয়া নদীর তীরে ভারত থেকে সপরিবারে ফেরত আসা কলিন্দ্রনাথ সহ সোনাহার এলাকার ১২ টি পরিবারের ১২ জন পুরুষকে দড়ি দিয়ে বেধে লাইনে দাড় করিয়ে গুলি করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেসময় অলৌকিক ভাবে কলিন্দ্রনাথ দুই হাতে গুলিবিদ্ধ হলেও তিনি বেঁচে যায়। সেদিনের গনহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ এলাকার ভবৎ চন্দ্র রায়, রমেশ চন্দ্র রায়, অনেশ চন্দ্র রায়, ধনেশ্বর রায়, রামসুন্দব রায়, নেকাই চন্দ্র রায়, কান্দুরাম রায়, শরৎ চন্দ্র রায়, জরাধর রায়, রঙ্গিয়া বর্মন, মিঠুন চন্দ্র রায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft