শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ ২১ চৈত্র ১৪৩১
 

ধামইরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষকের কঠোর শাস্তির আশায় ধর্ষিতার বাবা ধর্ষক  মতি মন্ডল (৪৮) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। 

গতকাল শুক্রবার বিকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব চান্দপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিশুটির পিতা আব্দুল হাকিম (২৭) বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং- ৩৬, তারিখ- ২৯/০৩/২০২৫ইং। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মো. মতি মন্ডল পলাতক রয়েছেন।

থানার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮মার্চ) বিকালে ইসবপুর পূর্ব চান্দপুরের আব্দুল হাকিমের প্রাথমিক স্কুল পড়ুয়া মেয়ে (৭) নিজ বাড়ির সামনে মেয়ে খেলাধুলা করছিল। এ সময় সু-কৌশলে ও বিভিন্ন প্রলোভনে একই এলাকার মো. মতি মন্ডল বাড়ির পার্শের এক বাগানের গতের মধ্যে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন। 

এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে একই এলাকার সুমাইয়া খাতুন এগিয়ে আসলে ধর্ষক ও শিশুকে দেখতে পেলে তার চিৎকারে এলাকাবাসিরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। এর আগেও শিশুটির সঙ্গে এমন গর্হিত কাজের চেষ্টা করেছেন অভিযুক্ত মো. মতি মন্ডল।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় পিতার অভিযোগের প্রেক্ষিতে ধামইরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং শিশুটির চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানা পুলিশ ধর্ষক আসামিকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।
ধামইরহাটে বিজিবির টাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে। 

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৮ মার্চ রাত ১০ ঘটিকায় চকিলাম বিওপি কমান্ডার মং চাদু মার্মা এর নেতৃত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮ /১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়েরবাড়ি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪৯৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। 

এদিকে ২৯ মার্চ শনিবার ভোর ৪টায় বস্তাবর বিওপি টহল কমান্ডার হাবিলদার বিধু শান্তি চাকমা এর নেতৃত্রে বিশেষ টহল দল ২৬২/৪ এস পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। টাপেন্টাডল ও ফেন্সিডিলের মোট মূল্য ১ লক্ষ ৩৪ হাজার ৬০০ টাকা। বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র অধিনায়াক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিপিজিএম, বিপিজিএমএস নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক, অবৈধভাবে সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযানসহ সর্বাত্মক অভিযান অব্যহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft