মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ ১৮ চৈত্র ১৪৩১
 

মতলব উত্তরে যুবদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের ঘর পোড়ার মামলায় বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জিশান আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. শাহজালাল ইসলাম সহ বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা করার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোপ সমাবেশ করেছেন এলাকাবাসী। 

বুধবার (২৬ মার্চ) সকালে মতলব উত্তর থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে নবীপুর ও বাগানবাড়ী ইউনিয়নের শতশত নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এসময় নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে স্লোগান তোলেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন ও তার স্বামী সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজনৈতিক ভাবে হেরো সাজার জন্য তাদের ঘরে নিজেরাই আগুন দিয়েছে। এই আগুন কেন্দ্র করে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় জামিন পাওয়ার পরও ডিবি পুলিশ দিয়ে অন্যায়ভাবে আটক করে হেনস্তা করেছে। এবং আরো একটি মিথ্যা পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছে। 

মানববন্ধনকারীরা আরো বলেন, দুইটি মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরপরাধ সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে এভাবে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আমরা আরো কঠোর ভাবে কর্মসূচি পালন করব। শুধু তাই নয়, জোবাইদা ইসলাম জেরিনের চারটি বিয়ে ও ২ টি সন্তান থাকার পরও কিভাবে ছাত্রদল করে এবং তার যত অপকর্ম আছে তা জাতির সামনে তুলে ধরা হবে। 

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জোবাইদা ইসলাম জেরিন বলেন, আমি কেন্দ্রে রাজনীতি করি। লোকালে আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমার ঘর পোড়ার ঘটনায় যাদের সন্দেহ হয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত ভাবে যা সমাধান হয়, আমি তা ই মেনে নিব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft