বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫ ২০ চৈত্র ১৪৩১
 

নাটোরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় ৪ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিংড়া  উপজেলার খেজুরতলা এলাকার থেকে তিনজন ও গতরাতে বাগাতিপাড়ার উপজেলার হাটদোল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে চারজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ওই ভুক্তভোগী তরুণী।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) এবং সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোবাইলে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত আসাসি মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত এক মাস আগে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায় অভিযুক্ত মেহেদী। এসময় ওই তরুণীর কক্ষে শারীরিক সম্পর্ক করেছু । কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সঙ্গে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে অন্য আসামিরা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেয় অভিযুক্ত মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সঙ্গে আর যোগাযোগ রাখেনি মেহেদী। পরে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার থানায় ৪ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভূক্তভোগী তরুণী থানায় এসে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দিনে ও রাতে অভিযুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিদের আদালতের নেওয়ার কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft