মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ ২৫ চৈত্র ১৪৩১
 

টুখেলের ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের নবযাত্রা শুরু হয়েছিলো আগের ম্যাচেই, আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে। এবার দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো ইংলিশরা। লাটভিয়াকে তারা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

‘কে’ গ্রুপে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষেই রয়েছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আলবেনিয়া ও লাটভিয়া। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দলই ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করার স্বাদ পেলেন রিস জাইমস এবং এবেরেচি এজে। চেলসির রাইটব্যাক ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবল শুরু করেছিলেন ২০২২ সালে।

ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে ম্যাচের ৩৮তম মিনিটে লাটভিয়ার গোলের তালা খোলেন রিস জাইমস। দুর্দান্ত একটি ফ্রি-কিক থেকে বলটি তিনি জড়িয়ে দেন লাটভিয়ার জালে।

শুক্রবার আলবেনিয়ার বিপক্ষে যখন একটা সময় গোল পেতে খুব কষ্ট হচ্ছিলো তখন হ্যারি কেইন যেমন গোল করেছিলেন, এই ম্যাচেও একইভাবে গোল পেলেন ইংলশ অধিনায়ক। ৬৮তম মিনিটে ডেকলান রাইসের পাস থেকে পাওয়া বলে দারুণ এক শটে দলের দ্বিতীয় গোল করেন হ্যারি কেন।

ম্যাচের ৬১তম মিনিটে জ্যারড বউয়েনের পরিবর্তে মাঠে নামেন এবেরেচি। মাঠে নামার ১৬ মিনিটের মাথায় গোল করলেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে তৃতীয় গোল করেন এই তরুণ ফুটবলার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft