শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ ২০ চৈত্র ১৪৩১
 

দীর্ঘ বিরতির পর গাইলেন মিলা ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। ‘বাবুরাম সাপুড়ে’ গানটি দিয়ে ব্যাপক পরিচিতি পান। কনসার্ট মাতাতেন গানটি দিয়ে। কিন্তু ব্যক্তিজীবনের নানান সমস্যার কারণে শ্রোতাপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ নিজেকে আড়াল করে নেন এ সংগীতশিল্পী।

বিয়ে ও সংসার এবং পরবর্তীতে ডিভোর্স ও মামলা- এসব নিয়েই কেটেছে অনেক সময়। তাই দীর্ঘদিন তাকে সেভাবে অডিও গানে পাওয়া যায়নি। দেখা যায়নি প্লেব্যাকেও। অবশেষে বিরতি ভেঙে গত বছর থেকেই গানে ফিরেছেন তিনি। অংশ নিয়েছেন স্টেজ শোতে। এবার প্লেব্যাকেও ফিরলেন এ শিল্পী। 

ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় গান গেয়েছেন মিলা। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’, এমন কথামালায় সাজানো এ গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। 

এ গান প্রসঙ্গে মিলা বলেন, ‘যখন শুনলাম শওকত আলী ইমনের সুরে গাওয়ার সুযোগ রয়েছে, তখন আর দ্বিতীয়বার ভাবিনি। এ সুযোগ লুফে নিলাম। বেশ ভালোলাগা নিয়েই গানটিতে কণ্ঠ দিয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই একটি গান। শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পুরণ করবে বলে আমার বিশ্বাস।’ 

এদিকে ঈদে নতুন কোনো গান আসছে না বলেই জানিয়েছেন এ সংগীতশিল্পী। তবে ঈদের পর কনসার্টে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   মিলা ইসলাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft