শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
 

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে মকবুল হোটেল এন্ড রেস্টুরেন্ট এ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া ও প্রচার বিভাগ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৫ মার্চ)  বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর ক্বারী আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ এর  মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মাওঃ মোঃ মতিউর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও সুরা কর্ম পরিষদের সদস্য একেএম কাউসার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক রাশেদুল নবী বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া ও প্রচার বিভাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি রেজাউল ইসলাম রিজু সহ আরো অনেকে।

এসময় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃইউসুফ আলী, বীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃনাজুমল ইসলাম মিলন, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃমাজেুদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

আলোচনা সভায় জামায়াতে ইসলামী  মনোনীত এমপি প্রার্থী মাওঃ মোঃ মতিউর রহমান বলেন আপনারা সাংবাদিক গন নিজেরাই স্বাক্ষী যে বিগত দিনে চারদলীয় জোট সরকারের আমলে আমাদের দুইজন মন্ত্রী ছিলো তাদের নামে কেউ দুই টাকারও দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। আশা রাখি আমি দায়িত্ব পেলে ঈমান ও আমলের সাথে সেই দায়িত্ব পালণ করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আপনারা জাতির বিবেক আপনারা সত্যটা জাতির সামনে তুলে ধরবেন। আমাদেরও ভুলত্রুটি হতে পারে সংশোধনের জন্য তা আমাদেরকে ধরিয় দিয়ে সহযোগীতা করবেন। আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের বেতন ভাতার ব্যবস্থা করা হবে। দেশে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। দেশে কোন বেকার থাকবেনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft