বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ১ জ্যৈষ্ঠ ১৪৩২
 

ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এর উদ্যোগে আজ নিজস্ব অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহ আলম (রেসিডেন্সিয়াল অফিসার)।

সভায় উপস্থিত ছিলেন- মোঃ শাহজাহান মিয়াসহ অন্যান্য  প্রশিক্ষকগণ। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডাঃ রথীন্দ্রনাথ সরকার পাবলিক হেলথ বিশেষজ্ঞ হিসেবে ডেঙ্গু সচেতনতা সম্বন্ধে আলোচনা করেন। উনি চিকিৎসাসহ ডেঙ্গু প্রতিরোধের জন্য করণীয় এর উপর গুরুত্ব দেন। দ্রুত রোগ সনাক্ত ও ভ্যাকসিনেশনের ব্যাপারেও আলোচনা করেন তিনি। 

ডলারের দাম বাজারভিত্তিক করা হবে: গভর্নর

ডলারের দাম বাজারভিত্তিক করা হবে: গভর্নর


উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ গোকুল চাঁদ কুন্ডু দন্ত সুরক্ষায় মুখের ক্যান্সার সনাক্ত ও প্রতিরোধের উপর গুরুত্ব দেন। পান, তামাক, সুপারি, জর্দা, সাদা পাতা, গুল সহ অন্যান্য তামাক জাতীয় পণ্য পরিহারের কথা বলেন। একই সাথে ওরাল হেলথ হাইজিন মেইনটেইন সহ তিন থেকে ছয় মাস পর পর দন্ত চিকিৎসক দ্বারা মুখ ও দাঁতের সুস্থতার জন্য ফলোআপ চেকআপ করার কথা বলেন। এনফোর্ডস বাংলাদেশ লিমিটেড মেডি প্লাস এর রিজিওনাল সেলফ ম্যানেজার মোঃ মজনুর রহমান টুথপেস্ট, ব্রাশ ও ব্রাশ করার সঠিক নিয়ম এর পোস্টার উপস্থাপন করেন। 

অনুষ্ঠান শেষে মেডিপ্লাস এর পক্ষ থেকে ৩০০ জন নবিন নাবিককে সৌজন্য স্মারক হিসেবে টুথপেস্ট প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft