প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

কুমিল্লার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি দোকান। গতকাল শুক্রবার রাতে উপজেলার লক্ষনপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধিত হওয়ার কথা জানান ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাজার ব্যবসায়ীরা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটায় লক্ষনপুর পশ্চিম বাজারে আবুল কাসেমের চা দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তে ছড়িয়ে পড়লে ঐ দোকানে থাকা ১টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন আরো ভয়াবহ রুপ নেয়, পরবর্তীতে পাশের দোকানে থাকা আরো ২/৩ টি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। পরে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় নুরুল ইসলামের চা দোকান, দিপুর ফার্মেসি, ইলিয়াস টেলিকম, ইলিয়াস স্টোর, সোহাগ অটো বাইক এন্ড ওয়ার্কসপ, বিসমিল্লাহ মেটাল, বাবুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, লক্ষনপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, মা মনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। এর মধ্যে প্রায় ১১টি দোকান পুড়ে যাওয়ার কথা জানান তিনি।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিন জেলার সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দীকি, বিজনেস ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর হাফেজ মাওঃ নুরুন্নবী, সেক্রেটারি ফয়জুর রহমান, লক্ষনপুর ইউনিয়ন জামায়াতের আমীর খায়রুল বাসার জাহান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহা. মহিউদ্দিন, সরসপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি আব্দুল মান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।