সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:৩৮ পিএম

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। পরে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধরা পড়ে সে। 

গতকাল রোববার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রঞ্জনা খাতুন (৩৮) ওই গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী। 

আটক স্বামী ইব্রাহিম হোসেন একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, গৃহবধূ রঞ্জনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে ইব্রাহিম। এরপর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   সিরাজগঞ্জ   আটক   হত্যা   কুপিয়ে হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft