হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:৩০ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৫ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার এ রিমান্ড মঞ্জুর করেন। দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তৌহিদকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তৌহিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার রাতে বরিশাল থেকে সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। এরও আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন নাসির উদ্দিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীর পাকা সড়কে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ওই দিন দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পরে নিহতের বাবা জয়নাল আবেদীন একই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে নাসির উদ্দিন এজাহারে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন।

জ/উ
মানবতাবিরোধী অপরাধ: হাসিনার বিরুদ্ধে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ: হাসিনার বিরুদ্ধে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে হওয়া মামলায় ১৯
 আজ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ

আজ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সপ্তম
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ
শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সুখরঞ্জন বালির অভিযোগ

শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে সুখরঞ্জন বালির অভিযোগ

এক যুগ আগে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বৈষম্যবিরোধী আন্দোলন   রাজধানী   যাত্রাবাড়ী   মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট   হত্যা মামলা     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft