বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

বালিয়াকান্দিতে ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ধর্ষনের চেষ্টার অভিযোগে মুলহোতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযুক্তের নিজ বাড়ী থেকে তাঁকে বালিয়াকান্দি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জহুর মোল্লা (৬০) জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

শিশুটির নানী জানান, আমার নাতী ২৭ ফেব্রুয়ারী আমার বাড়ীতে বেড়াতে আসে বৃহস্পতিবার সকালে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে মাঠের মধ্যে ঘাস ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। শুক্রবার (৭ মার্চ) আমার নাতী আমাকে সব খুলে বললে আমি বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আজ শনিবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft